নিজেস্ব প্রতিনিধি।।
এম ভি পূবালী-৬ লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় এর অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় কলাপাড়া থেকে ঢাকা গামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলে একাধিক যাত্রী অভিযোগ করেছেন। অতিরিক্ত যাত্রী বহন করেও ডেকে জন প্রতি ৫০০টাকা করে নেওয়া হয়েছে।
আলিম নামের এক যাত্রী জানান, এত যাত্রী উঠাইছে বসার জায়গা পাচ্ছি না। তবুও অতিরিক্ত ভাড়া আদায় করেছেন।
যাত্রী আমেনা বেগম জানান, আমার ১২বছরের পোলাডার ভাড়া ও ১০০০ টাহা নেচে। আমি খুব গরিব মানুষ ঢাকার শহরে বাসায় বাসায় কাম করি।
এবিষয়ে লঞ্চ কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলে তারা মন্তব্য করতে রাজি হননি।