বজলুর রশীদ বলেন, তীব্র শীত বলতে যা বোঝায়, তা আসতে আর সপ্তাহখানেক অপেক্ষা করতে হবে। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরই সারা দেশে তীব্র শীত পড়তে পারে।
গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জনপদেই শীতের মৌসুমের শুরু থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। তবে কদিন ধরে আকাশ পরিষ্কার থাকায় তাপমাত্রা এতটা কমেনি। তবে ঘন কুয়াশার কারণে তাপমাত্রা এসব জনপদে আরও কমতে থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের।