মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
প্রেমের পাগল মন পাগল
প্রেম করতে চায়,
লাভলী নামের এক কুমারী
মনটারে ভুলায়॥
প্রতি দিন কলেজ পথে
কলেজ ছুটির সময়,
দুজনারই দেখা মেলে
কথানা হয়॥
কালো বোরকা মুখুশ পরা
হাসি ফোটে চোখে,
প্রকাশ্যে হয়না কথা
যন্ত্রনা হয় বুকে ॥
মনে জাগে হরেক কথা
কোন কথাটা কই,
ব্যাকুল হয়ে ভাবতে থাকি
কল্পনাতে রই ॥
বুঝেও সে কয়না কথা
না বোঝারই করে ভান,
সইছেনারে মনটা আমার
কাদঁছে শুধু এই প্রাণ ॥
প্রেমটা যদি হয়ে যায়
করবো বিয়ে ঝট পট ,
আদর করে তুলে নেবো
যতো পারি সটখট ॥