মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক সবুজের (২৭) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে শুঁটকি পল্লী সংলগ্ন সাগরের আধা কিলোমিটার গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সবুজ একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।
জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে মোশারেফ মাঝি নামের এক জেলের জালে তার লাশ আটকে যায়। পরে জেলেরা তার লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আবুল খায়ের।