মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক অভিযানে ১৫ লাখ বাগদা চিংড়ি রেণু ও ৭টি অবৈধ বেহুন্দি জালসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টায় কলাপাড়া উপজেলার উমেদপুরে বিশেষ অভিযানে একটি ট্রাক থেকে ২৩ ড্রামে ৩০লাখ টাকা মূল্যের ১৫ লাখ বাগদা রেণু-সহ ২চালক ও রাত ১০টায় আন্ধারমানিক নদীর মোহনায় একটি ট্রলার থেকে ৭টি অবৈধ বেহুন্দী জালসহ ৮ জেলেকে আটক করা হয়। পরে মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে রেণু নদীতে অবমুক্ত করে জাল পুড়িয়ে ফেলা হয় ও আটককৃতদের মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়।