মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
অর্থহীনের দুঃখ গুলো সাগর চরে ভাসে ,
দুঃখের ভীরে চোখের জলে নদী গুলো হাসে।
ঢেউ তরঙ্গে মহানন্দে ভাঙ্গে নদীর চর,
সর্বহারা তৈরি করে ভেঙ্গে আপন ঘর।
সর্বহারা বাস্তহারা আশ্রয়নে গেলে,
বস্তী ভরা জীবন গড়া শত হাজার জেলে।
কষ্টে ভরা দুঃখে গড়া শত হাজার জীবন,
সুখে তাদের পর করে দেয় দুঃখে করে আপন।
নদীর চড়ে জীবন গড়ে বেয়ে গুড়ি ফাসের জাল,
দুঃখ কষ্টে দিন পেরিয়ে কাটলো এহকাল ॥