ঢাকাFriday , 14 January 2022
  1. blog
  2. dating
  3. Mail Order Brides
  4. Online dating
  5. অপরাধ
  6. আইন আদালত
  7. আন্তর্জাতিক খবর
  8. আবহাওয়া
  9. ইসলাম
  10. কুয়াকাটা এক্সক্লুসিভ
  11. খেলাধুলা
  12. জনদুর্ভোগ
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চুরির দায়ে ২ মাসের কারাদণ্ড

rabbi
January 14, 2022 1:08 pm
Link Copied!

নড়াইলের কালিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৪০ হাজার টাকা চুরি করে পালিয়ে যাওয়ার সময় টিটু খান নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

এ ঘটনায় কালিয়ার ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম তাকে ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

বৃহস্পতিবার দুপুরে বড়দিয়া গ্রামীণ ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত টিটু খান খুলনা জেলার তেরখাদা উপজেলার কোলা গ্রামের হারুন খানের ছেলে।

ব্যাংক সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার নড়াগাতী থানার বড়দিয়া গ্রামীণ ব্যাংকের শাখা থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রাহক সেজে টিটু ব্যাংকের ভেতর প্রবেশ করে। পরে ব্যাংক কর্মকর্তার সামনে বসে কথা বলতে থাকে। এ সময় চেয়ার থেকে উঠে ক্যাশিয়ার অন্য কাজে অন্য কর্মকতার কাছে গেলে, তখন টিটু দ্রুত ক্যাশ কাউন্টার থেকে গ্রাহকদের জমা রাখা আনুমানিক ৪০ হাজার টাকা তার প্যান্টের পকেটে তুলে নেয়।

ওই সময় কিছু টাকা মেঝেতে পড়ে যায়। মেঝেতে টাকা পড়ে থাকতে দেখে ব্যাংক কর্মকর্তার সন্দেহ হয়। তখন ওই কর্মকর্তা ও ব্যাংকের লোকজন তাকে আটক করে নড়াগাতী পুলিশের কাছে সোপর্দ করেন।

এরপর বৃহস্পতিবার বিকালে কালিয়ার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের ম্যাজিস্ট্রেট তাকে ২ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা যুগান্তরকে জানান, আসামিকে নড়াইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।