ঢাকাWednesday , 31 March 2021
  1. blog
  2. Online dating
  3. অপরাধ
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক খবর
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কুয়াকাটা এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জনদুর্ভোগ
  11. জাতীয়
  12. জেলার খবর
  13. তথ্যপ্রযুক্তি
  14. দূর্ঘটনা
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটা পৌরসভার তুলাতলী ২০ শয্যা বশিষ্টি হাসপাতালের সাথে সড়ক যোগাযোগে জনর্দূভোগ ॥

rabbi
March 31, 2021 7:50 am
Link Copied!


মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী ॥
কুয়াকাটা পৌর-সভার ৫ নং ওর্য়াডরে তুলাতলী ২০ শয্যা বশিষ্টি হাসপাতালরে সাথে সড়ক যোগাযোগে জনর্দূভােগ সৃষ্টি হয়ছে। এমনকি সড়কের কালমার্ট কেটে ফেলা হয়েছে অথচ এপ্রোজ সড়ক করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। তুলাতলী হইতে কচ্ছপ খালী র্পযন্ত ৫ হাজার ৫শ ফুট সড়ক, প্রসস্থ ও পাকা করণ টেন্ডার হয়। গত ৩ বছর র্পূবে টন্ডোর হওয়ার পর র্বতমান বছরে আংশিক কাজ করার পর বন্ধ রয়ছে। ফলে কুয়াকাটা পৌর সভাসহ র্পাশ্বর্বতী ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের যাতায়াতে চড়ম ভোগান্তি পোহাতে হচ্ছে । এব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের মনির’র সাথে মুঠো ফোনে র্দীঘ ১ মাস ধরে যোগাযোগ করতে চাইলে ফোনে রিনটোন বাজলেও ফোনটি রিসিভ না করায় যোগাযোগ সম্ভব হয়নি। আজ ৩১ র্মাচ বুধবার বেলা ১১টার দিকে পৌরসভার ৫নং ওর্য়াড কাউন্সিলর মোঃ আবুল হোসেন ফরাজী জানিয়েছেন, র্দীঘ দিন বন্ধ থাকার পর র্বতমানে কাজ শুরু হয়ছে। ঠিকাদার প্রতিষ্ঠানের অবহেলায় কাজের ধীরগতির ফলে যেমন রাস্তার বেহাল দশা তেমন জন সাধারণের ভোগান্তি। সমাজের সচেতন মহলের নেতা মনিরুজ্জামান হাওলাদার বলেন, কাল-বৈশাখী ঝড় শুরু হতে পারে যেকোনো সময়। বৃষ্টি হলেই যাতায়াত ব্যাবস্থা একেবারেই অচল হবে। সংশ্লীষ্ট র্কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপের মাধ্যমে দ্রুত বেগে সড়করে কাজ সম্পন্ন করার দাবী জানান এলাকাবাসী। দ্রুত বেগে কাজ সম্পন্ন না করলে এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হবে এমন শংকায় দিন গুনছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
x