স্টাফ রিপোর্টা:
মহিপুরে বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গাকে একটি মাছ ধরার ট্রলারসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
গতকাল বুধবার রাতে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্র থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বাড়ি কক্সবাজারের কুতুপালংয়ের বিভিন্ন ব্লকে। এঘটনায় বৃহস্পতিবার বেলা এগারোটায় আলীপুরের মৎস্য ব্যবসায়ী আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এ রোহিঙ্গারা সাগর থেকে জাল চুরি করে আসছে। গতকাল সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর লাইন পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে জেলেরা। পরে রাত এগারোটার দিকে তাদের পুলিশে সোপর্দ করে।
মহিপুর থানার ওসি খোন্দকার মোঃ আবুল খায়ের জানান, আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।