মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
সোনালী আভায় ফাগুন এসেছে
কুসুম যেগেছে তেড়ে,
আয় তোরা একসাথে চলি
নানা বিবেদ ছেড়ে।
শিমূল বকুল দিয়েছে মুকুল
পলাশ জড়িয়েছে ক্ষোপা,
কৃষ্ণ চুড়ার ডালে শ্যামলেন্দু
কেশ দিয়েছে চাপা।
চরণে পরে না নুপুর
টিপ নেই কপালে,
নিভিরে গভীর ভাব তার
হাওয়ার সাথে চপলে।
আখিঁ তার প্রেম সিক্ত
বুকের পাজর নাড়ে,
মহতি মমতায় স্নিগ্ধে ঘেরা
ভালবাসা দেয় সমহারে।
কথা নেই শুধু চুপ
সহেনা এতো রুপ।
নেই তার মনে কাদা
হাসিয়া বেড়ায় সদা।
হাত ভরা চুরি নেই
মাথা ভরা চুল,
নিস্পাপ মন তার
শুধু নেই ভুল।
যৌবনে এলো বুঝি
নতুন ফাগুন।