বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নওমালা কলেজ সড়কের সাহা গাজীর বাড়ির সামনে পুলিশের উপস্থিতিতে ওই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সময় কামাল হোসেন পক্ষের ছোড়া গুলিতে শাহাজাদা হাওলাদারের কর্মী মো. সজীব (২০) গুলিবিদ্ধ হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীর থেকে গুলি বের করা হয়। গোলাগুলির দুটি ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।