বার্তায় বলা হয়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে অটল রয়েছে। এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ।
বার্তায় বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাঁদের জন্মস্থান রাখাইনে দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
মিয়ানমারে ২০১৭ সালের আগস্টে নৃশংস সেনা অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। আর আগে থেকেই বাংলাদেশে অবস্থান করছিল প্রায় ৪ লাখ রোহিঙ্গা। এখন পুরোনো ও নতুন মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।