ডেক্স প্রতিবেদক ঃ
কুয়াকাটায় দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় 2 লক্ষ টাকার স্বর্ণালঙ্কারসহ নগদ 70 হাজার টাকা নিয়েছে দুর্বৃত্তরা। 27 জুন দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার 4 নং ওয়ার্ডের মেলা পাড়া গ্রামের হাজী মোহাম্মদ ইউসুফ গাজীর পুত্র মোঃ হাবিবুর রহমান গাজীর ঘরে এ দুর্ধর্ষ চুরি হয়েছে। 28 তারিখ সকাল দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জানালার ছোট্ট ছোট্ট একটি ফাঁকা জায়গা থেকে চোর ঢুকেছে, গৃহীনি সন্দেহ করছে ২/৩ জন চোর ডুকে ছিলো। তবে কাউকে সন্দেহ করতে পারছেনা তারা। ওই রাতে পরিবারের ৩ তিন জনই ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলো সকাল বেলা ঘুম থেকে জেগে ওঠে চুরির ঘটনা টেরপায়। ওই এলাকার সকলকে সজাগদৃস্টি রাখতে বলা হয়েছে। চোর হইতে সাবধান ঘরের দরজা ও জানালা শক্ত করে লাগিয়ে নিন।