
শামীম ওসমান হীরা :-
কলাপাড়া উপজেলায় কোন সহিংসতা ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকেই যাচাই-বাছাই করে ভোট দিতে পেরে আনন্দিত ও ভোটারদের উপস্থিতি ছিল দেখার মতো। কলাপাড়া উপজেলা ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ২টিতে স্বতন্ত্র ও ১টিতে নৌকা প্রতিকের প্রার্থী বিজয়ী হয়েছে।
কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে আনারস প্রতিক নিয়ে মাহমুদুল হাসান সুজন মোল্লা ৪ হাজার ১শ‘ ৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নৌকা প্রতিক নিয়ে মশিউর রহমান শিমু পেয়েছেন ৩ হাজার ১ শ‘ ৫৫ ভোট।
নীলগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে মো. বাবুল মিয়া ৮ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতিক নিয়ে আনোয়ার সিকদার পেয়েছেন ৬ হাজার ৪৯ ভোট।
চাকামইয়া ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে মজিবর ফকির ৩ হাজার ৩শ‘ ৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতিক নিয়ে আব্দুল জলিল মিয়া পেয়েছেন ৩ হাজার ১শ‘ ১০ ভোট।