মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
শ্রম সাধনায় গড়া রক্তে ঝড়া
রিক্ততা স্নিগ্ধতা শত বেদনার দেশ
হে আমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ ॥
কত নদ-নদী খাল-বিল
কত পশু পাখি বিচিত্রা
গাছ পালা তরু – লতা
সবুজ শ্যামল অপরূপার দেশ
হে আমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ ॥
সততায় সততায় সমুদ্রে ঘেরা
ফলে ফলে অরন্য পুস্পে ভরা
খাটি মাটির দেশ
আজকের শিশু মন ভরে গায়
স্বাধীনতা পেয়ে মুক্ত হাওয়ায়
হে আমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ ॥
এক পালয় লয়ে ধান ছুরে
চারজন মিলি হাতে বস্তা লয়ে ঝাড়ে
কুয়াশার ভোরে কুকিলের সুরে
কৃষান ব্যাটা সুর ধরে
জননী মোরে শুনাইতো গান
সোনার মাটির সোনার ছেলেরা
কেড়ে আনবে দেশ
হে আমার দেশ
বাংলাদেশ বাংলাদেশ॥