যাত্রীবাহি বাস গাড়ীতে অবৈধভাবে অতিরিক্ত মাছ বহন করার ফলে নিয়ন্ত্রন হারিয়ে খালে,পর্যটকসহ আহত- ১৩/
সোলায়মান গাজী, কুয়াকাটা প্রতিনিধি।।
কুয়াকাটায় যাত্রীবাহী কুয়াকাটা এক্সপ্রেস নামের একটি পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে খাদে পরে ১৩জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ২সেপ্টেম্বর রাত নয়টায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের কুয়াকাটার পৌর শহরের কচ্ছপখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসাপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কুয়াকাটা এক্সপ্রেস ( ঢাকা-মেট্রো- ব-১৫- ৩৫৬৫) নামের বাসটি অবৈধভাবে ধারন ক্ষমতার চেয়ে বেশি ইলিশ মাছ ও অন্তত ২০ জন যাত্রী নিয়ে কুয়াকাটা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওয়ানা দেয়। অবৈধভাবে অতিরিক্ত মাছ বহন করার ফলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে কচ্ছপখালী খালে পরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং রাত দুইটার দিকে বাসটি খাল থেকে উদ্ধার করে। মহিপুর থানার ওসি তদন্ত আবুল খায়ের জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অপর দিকে আইনের তোয়াক্কা না করে পুলিশ প্রশাসনের চোখে ধূলো দিয়ে আবারো যাত্রীবাহী বাস চাকলাদার পরিবহনের বাংকার ভর্তিশেষে ছাদে মাছ বহন করছে। যাত্রীবাহী পরিবহন গুলির অনিয়মের লাগাম এখনই টেনে ধরার সময়। নছেত যে কোনো সময় পরিবহন গুলি নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীদের জীবন অকালে শেষ করবে।
Students’ assignment to compose an essay for class demonstrates the depth of their education and the level at which they are at this point. Essays show a student’s ability to research, analyze and make assertions, draw logical conclusions, write my essays reviews and follow the instructions. An individual’s score will be influenced by the essay’s quality. Essay writers must follow a standard structure for every project which means that your piece will always be perfectly prepared and presented.