ঢাকাSaturday , 13 November 2021
  1. blog
  2. Mail Order Brides
  3. Online dating
  4. অপরাধ
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক খবর
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কুয়াকাটা এক্সক্লুসিভ
  10. খেলাধুলা
  11. জনদুর্ভোগ
  12. জাতীয়
  13. জেলার খবর
  14. তথ্যপ্রযুক্তি
  15. দূর্ঘটনা
আজকের সর্বশেষ সবখবর

অর্থনীতি | সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে এসএসসি পরীক্ষা ২০২১

rabbi
November 13, 2021 12:21 pm
Link Copied!

ক. গ্রামীণ খ. শহর

গ. চর ঘ. হাওর

২১. কোন ধরনের বেকারত্বের প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য?

ক. মৌসুমি বেকারত্বে

খ. প্রচ্ছন্ন বেকারত্বে

গ. সাময়িক বেকারত্বে

ঘ. স্বেচ্ছা বেকারত্বে

২২. বছরের কোনো নির্দিষ্ট সময়ে শ্রমিকেরা কাজ না পেলে তাকে কী বলে?

ক. সাময়িক বেকারত্ব

খ. ছদ্মবেশী বেকারত্ব

গ. মৌসুমি বেকারত্ব

ঘ. স্থায়ী বেকারত্ব

২৩. বাংলাদেশে মৌসুমি বেকারত্ব দেখা যায়—

i. ধানকাটার সময়

ii. বিশেষ বিশেষ সময়ে

iii. সারা বছর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. Ii ও iii ঘ. i, ii ও iii

i. আপাতদৃষ্টে কাজ করে

ii. প্রযুক্তির উৎপাদনশীলতা অধিক

iii. প্রান্তিক উৎপাদনশীলতা শূন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. Ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৫. কোনো দেশের ভূমি ও মূলধনকে কী ধরনের সম্পদ বলা হয়।

ক. মনুষ্যসৃষ্ট সম্পদ

খ. বস্তুগত সম্পদ

গ. মানবিক সম্পদ

ঘ. অবস্তুগত সম্পদ

২৬. দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কোনটির যোগান থাকা প্রয়োজন?

ক. দান-অনুদানের খ. পরিবহনব্যবস্থা

গ. শ্রমিক ঘ. দক্ষ মানবসম্পদ

২৭. ব্যক্তিজীবন ও জাতীয় উন্নয়নের জন্য কোনটি অপরিহার্য?

ক. বিনোদন খ. শিক্ষা

গ. সংস্কৃতিচর্চা ঘ. কর্মসংস্থান

২৮. অদক্ষ জনগণকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?

ক. শিক্ষা ও সেবা দিয়ে

খ. শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে

গ. কর্মসংস্থানের সুযোগ দিয়ে

ঘ. বিনোদন দিয়ে

২৯. মানবসম্পদ উন্নয়নে কোনটি জরুরি?

ক. ঋণ খ. প্রশিক্ষণ

গ. গবেষণা ঘ. পরিকল্পনা

৩০. মানুষের কর্মদক্ষতা কিসের মাধ্যমে বৃদ্ধি করা যায়?

ক. দামি খাদ্য দিয়ে

খ. প্রশিক্ষণ দিয়ে

গ. বিদেশে পাঠিয়ে

ঘ. অধিক অর্থ ব্যয় করে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ক ২০.ক ২১.খ ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ঘ ২৭.খ ২৮.খ ২৯.খ ৩০.খ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল, ঢাকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
x