দুপুরমণির আদি আবাস দক্ষিণ এশিয়া। ভারতের পাঞ্জাব, বিহার, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তামিলনাডু, ওডিশায় এদের দেখা যায়। তা ছাড়া বন্য পরিবেশে নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও বাংলাদেশের উত্তরবঙ্গে জন্মে। সুন্দর বর্ণের জন্য একে ফিলিপাইন, অস্ট্রেলিয়া, তাইওয়ান, হাইতি, কিউবা, ডমিনিকা, বেলিজ, ফিজি, কলম্বিয়া, চীন ও জাপানে নিয়ে লাগানো হয়েছে।
দুপুরমণির বৈজ্ঞানিক নাম Pentapetes phoenicea। পরিবার মালভেসি। ইংরেজি নাম মিড-ডে ফ্লাওয়ার।