
মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরিফুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই পাখিগুলোকে অবমুক্ত করে দেয়া হয়েছে। আর মেছোবাঘটিকে হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে।
এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাঁসের খামারে বন্দি অবস্থায় থাকা একটি মেছোবাঘ উদ্ধার করে বনবিভাগের কাছে দিয়েছি। তারা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করবে।
মেছোবাঘটিকে উপযুক্ত পরির্চযা করে বনে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের একটি সূত্র।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।