মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
মা নাকি ভাই বহু দুরে মাতো হৃদয় মাঝে,
মাকে আমি স্মরন করি আমার সকল কাজে।
আমি যখন ঘুমিয়ে থাকি নিঝুম ঘুমে দেখি,
মাকে যেন মিষ্টি সুরে মা-মা বলে ডাকি।
মায়ের কথা কল্পনাতে ভাসে নয়ন জলে,
সত্য পথে চলছি আমি মায়ের মনোবলে।
মা যে আমার চলার পথে সত্য ন্যায়ের তরবারী,
অসৎ পথে চলতে মানা বাঁজতো ঘন্টা হুশিয়ারী।
মায়ের কথা মান্য করে জীবন হলো ধন্য,
এই জীবনটি ধন্য হলো শুধু মায়ের জন্য।