কুয়াকাটা প্রতিনিধি
মহিপুরে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। সূর্যদয়ের সঙ্গে সঙ্গে মহিপুর থানা যুবলীগ কার্যলয় জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল সকাল ১০ টায় মহিপুর থানা যুবলীগ আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন থানা যুবলীগ ।
এসময় থানা যুবলীগ আহবায়ক এএম মিজানুর রহমান বুলেট আকন, থানা যুবলীগের সদস্য সাবেক ছাত্রলীগের সভাপতি ও মহিপুর প্রেসক্লাবে সভাপতি মোঃ মনিরুল ইসলাম, সাধারণত সম্পাদক নাসিরউদ্দীন, থানা যুবলীগ যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মহিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদৌস হাওলাদার, যুগ্ম আহবায়ক সুমন হাওলাদার, মনির হাওলাদার সহ থানা যুবলীগ সদস্য ও ইউনিয়ন যুবলীগের সদস্যরা উপস্থিত ছিলেন।