মহিপুর প্রতিনিধি :
মহিপুরে গাছের নিচে চাপা পড়ে তামিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত তামিম ওই এলাকার শাহজালালের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে শাহজালালের বাড়ির পূর্ব পাশের পুকুর পাড়ে একটি গাছ কেটে রেখেছিলো শ্রমিকরা। আজ সকালে তিনজন শ্রমিক ওই গাছটি তাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে আসে। পরে গাছটি আঙ্গিনায় ফেলে রাখার সময় তামিম হঠাৎ পিছন থেকে দৌড় দিলে সে গাছের নিচে চাপা পড়ে। এতে তামিমের মাথার পিছনে মারাত্মক জখম হয়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।