
সকাল সাড়ে ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’র আনুষ্ঠানিক কার্যক্রম। এ সময় দলের আহ্বায়ক রেজা কিবরিয়া, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ফারুক হাসান, খাদেমুল ইসলাম, সোহরাব হাসান, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, মাহফুজুর রহমান খান, যুগ্ম সদস্যসচিব আতাউল্লাহ, সাইফুল্লাহ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ও ঢাকা জেলা উত্তরের ছাত্র ও যুব পরিষদের নেতা–কর্মীরা।
নুরুল হক আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। ৫০ বছরেও যা নির্মাণ করা সম্ভব হয়নি। উল্টো রাজনীতিতে দুর্বৃত্তায়ন বেড়েছে। আজ জনগণ ভোটাধিকার বঞ্চিত, শোষিত ও নিপীড়িত, যা আসলেই মুক্তিযুদ্ধের মূল লক্ষের বিপরীতধর্মী। আমাদের দলের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র বাস্তবায়ন করা।’
দলের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘সবার অধিকার আদায়ে এবং দৈনন্দিন জীবনযাত্রা সহজ ও নিরাপদ করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তাদের আন্দোলন হবে সাধারণ মানুষের মুক্তির জন্য এবং তাঁদের অধিকার আদায়ে।’ রাজনৈতিক কোনো দলের সঙ্গে জোট করার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে এ ধরনের কোনো সিদ্ধান্ত তাদের নেই। কিন্তু যারা জনগণের মুক্তি চায়, স্বাধীনতাকামী এবং মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য সংগ্রাম করতে রাজি আছে, তাদের সবার সঙ্গে তারা দাঁড়াবেন।’