শামীম ওসমান হীরাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ প্রেস ক্লাব কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় আলীপুর চৌরাস্তার বিসমিল্লাহ হোটেল ও রেস্টুরেন্টে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোঃ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বি।
বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির বিভাগীয় সভাপতি মোঃ নওরোজ হিরা, গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র সম্পাদক মাইনুদ্দিন আল আতিক ও দৈনিক কলাপাড়ার বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুজ্জামান, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সদস্য শামীম ওসমান হীরা প্রমুখ।
এসময় সংগঠনটিকে শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা শেষে দোয়া মোনাজাত করা হয়।