
মানিকগঞ্জের সিংগাইরে অজ্ঞাত এক নারীর (৩৬) অর্ধগলিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা ও পুলিশ জানায়, উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের ফতেহপুরগামী কাঁচা রাস্তার পাশে চকবাড়ী বিলের পানিতে শুক্রবার সকালে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। পরে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত নারীর গলায় কাটা চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা কে বা কারা তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তায় ভরে পানিতে ফেলে দেয়। এ ঘটনায় সিংগাইর সার্কেলের এএসপি মোহা. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।