হাবিবুল্লাহ খান রাব্বী
বন্ধু শুধু বধুর পাগল
বধু চায়না থাকতে,
শেষ কালে ক্যান চায় স্বামী
টাকা পয়সার ভাগ দে।
তার চেয়ে মুই থাকমু একা
খামু ভালো ঝালো,
টাকা পয়সা আছে পোলার
দেখতে একটু কালো।
সেটা কোন সমস্যা না
পয়সা কড়ি আছে,
এই স্বামীটার নাইরে টাকা
শুধু ভালো বাসে।
ভালোবাসার নাইরে দাম
টাকার অনেক মূল্য,
কোর্টে যাইয়া তালাক দিলাম
পারলে তুমি ভুইল্ল ।
রাত দিন কাঁদে শুধু ,
ফিরে আসো ওরে বধু।
খিদে নেই পেটে তার
টানে শুধু বিড়ি,
ধীরে ধীরে চুশে যায়
নাই তার শ্রী।
ফ্যাল ফ্যাল করে কাঁদে
মেয়েদের মতো,
চাই চাই তারে চাই
আসে বাধাঁ যতো।
এমেয়া ওমেয়া নেতা আছে যতো,
বৌ পেতে দৌর ঝাপ আত্মীয় কতো।
কেউ তারে দিলো নারে ফিরিয়ে বধু,
তাই তিনি লিখছেন কবিতা শুধু।