ঢাকাSaturday , 30 October 2021
  1. blog
  2. অপরাধ
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক খবর
  5. আবহাওয়া
  6. ইসলাম
  7. কুয়াকাটা এক্সক্লুসিভ
  8. খেলাধুলা
  9. জনদুর্ভোগ
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দূর্ঘটনা
  14. বিনোদন
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

‘বন্ধু সালাম রেজা’ (কবিতা)

rabbi
October 30, 2021 10:31 pm
Link Copied!

হাবিবুল্লাহ খান রাব্বী

বন্ধু শুধু বধুর পাগল
বধু চায়না থাকতে,
শেষ কালে ক্যান চায় স্বামী
টাকা পয়সার ভাগ দে।

তার চেয়ে মুই থাকমু একা
খামু ভালো ঝালো,
টাকা পয়সা আছে পোলার
দেখতে একটু কালো।

সেটা কোন সমস্যা না
পয়সা কড়ি আছে,
এই স্বামীটার নাইরে টাকা
শুধু ভালো বাসে।

ভালোবাসার নাইরে দাম
টাকার অনেক মূল্য,
কোর্টে যাইয়া তালাক দিলাম
পারলে তুমি ভুইল্ল ।

রাত দিন কাঁদে শুধু ,
ফিরে আসো ওরে বধু।

খিদে নেই পেটে তার
টানে শুধু বিড়ি,
ধীরে ধীরে চুশে যায়
নাই তার শ্রী।

ফ্যাল ফ্যাল করে কাঁদে
মেয়েদের মতো,
চাই চাই তারে চাই
আসে বাধাঁ যতো।

এমেয়া ওমেয়া নেতা আছে যতো,
বৌ পেতে দৌর ঝাপ আত্মীয় কতো।

কেউ তারে দিলো নারে ফিরিয়ে বধু,
তাই তিনি লিখছেন কবিতা শুধু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
x