কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়ন পরিষদে নারীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বেসরকারী সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর উদ্যোগে সোমবার সকাল ১০টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ইউনিয়নের বিভিন্ন এলাকার মৎস্যজীবি নারী সংগঠনের অর্ধশত নারী নেত্রী উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)‘র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: মিজানুর রহমান, নজরুল স্মৃতি সংসদ‘র প্রোগ্রাম ম্যানেজার কাজী আলিয়া মান্নান জুগনো ও সালমা প্রমুখ।