
সোহাগ রানা
তোমার ক্রোড়ে জন্ম মা গো
তাই তোমায় ভালোবাসি,
তোমার ক্রোড়ে বসেই দেখি
ঐ শেফালীর হাসি।
তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায় নিয়ে আশা,
তোমায় ভালোবেসেই তো মা
বলেছি বাংলা ভাষা।
সাঝঁ সকালে রোজ বিকেলে
তোমার ছবি আকিঁ,
শস্যে পূর্ণ তোমার গোলা
হরেক রকম পাখি।
রবি তোমায় আলো দিলো
শহিদ দিল প্রাণ,
শশী তোমায় কিরণ দিলো
পুষ্প দিল ঘ্রাণ।
আছে কতো সিন্ধু গিরি
জল রাশি রাশি,
তাইতো মাগো আমরা তোমায়
এতো ভালোবাসি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।