মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
ঢাকার সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের হামলার শিকার আবু বক্কর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি টাঙ্গাইলর মির্জাপুর উপজেলার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে।
আবু বক্কর সিদ্দিকী সাভারের লাইভস্টক অ্যাকাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণার্থী। তার শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
প্রত্যক্ষদর্শী কটু মিয়া জানান, ওই ব্যক্তি (আবু বক্কর সিদ্দিকী) সাভার থেকে আসা গাড়ি থেকে সিঅ্যান্ডবি বাস স্ট্যান্ডে নামেন। এ সময় পাঁচ থেকে সাতজন ছিনতাইকারী তাকে আক্রমণ করে। ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সময় তার চিৎকার শুনে সড়কের অপর পাশ থেকে দৌড়ে যেতে যেতেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।