মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
টাকায় বন্ধু হয়
টাকায় ভালবাসা টানে,
টাকা না থাকিলে শত্রু হয়
শেষে মারে প্রাণে।
টাকা থাকিলে বলে
আমি আছি চিরদিন,
টাকা ফুরিয়ে গেলে
আমায় ভিন্নে দিন।
ভরন পোষনে ভালো থাকে
মিষ্টি কথা দেয়,
ভালবাসার অভিনয়ে
হাত বুলায় পাঁয়।
ভালবাসা দেয় তারা
দেয় বুকে ঠাঁই,
টাকা না থাকিলে
মুখে মারে ছাঁই।