কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় কোষ্টগার্ডের অভিযানে একটি ট্রলারে সহ ২০ জেলেকে আটক করা হয় এসময় ট্রলার থেকে ১০ লক্ষ মিটার জাল উদ্ধার করা হয়।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমূদ্রে মাছ ধরার অপরাধে বুধবার (২০ জুলাই ) সকাল থেকে দুপুর পর্যন্ত নিজামপুর কোষ্টগার্ড স্টেশন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সমূদ্র থেকে মাছ থেকে ফেরার পথে খাজুরা সংলগ্ন ৩ নদীর মোহন থাকে তাদের আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এফবি ইসরাত জাহান ট্রলারের মাঝিকে ১০ হাজার টাকা জরিমানা করে আটককৃত জেলে সহ ট্রলার ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কে এম শাফিউল কিঞ্জল জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এরুপ তৎপর অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মৎস্য সম্পদের সুরক্ষা ও মাছের বংশবিস্তারে সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে যা ২৩ জুলাই শেষ হবে।