মনিরুল ইসলাম কুয়াকাটা প্রতিনিধিঃ
কুয়াকাটায় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার বেলা ১১টায় টুরিস্ট পুলিশের হলরুম কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আবদুল খালেক এর সভাপতিত্বে কুয়াকাটার পর্যটন স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স এর পুলিশ সুপার(লজিস্টিকস এন্ড ডেভেলপমেন্ট) জনাব মুহাম্মদ আলমগীর হোসেন পিপিএম-সেবা ।
সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক জনাব আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ , মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, টুয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, এবং কুয়াকাটার বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। উক্ত সভায় প্রধান অতিথি পর্যটকদের সেবার মান বৃদ্ধির লক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।