মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।
পটুয়াখালীর কুয়াকাটায় মহিপুর থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার ২ আসামিকে ৩শ দুই পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ইন্সপেক্টর তদন্ত হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রাম থেকে পৌরসভার কেরানীপাড়া গ্রামের রব হাওলাদারের ছেলে আরিফ হাওলাদার কে ২৪৫ পিচ ও মেলাপাড়া গ্রামের হাচন ঘড়ামির ছেলে আসাহাব ঘরামি কে ৫৭ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ হাওলাদারের নামে ৭টি ও আসাহাবের নামে ৩ টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন গ্রেফতারকৃত আসামিদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তিনি বলেন মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে মহিপুর থানা পুলিশ এবং মহিপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখতে কাজ করে যাচ্ছে পুলিশ বলে জানান তিনি।