কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার আলীপুর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আলীপুর শাখা কার্যালয় ৩শ ৩০জন অসহায় গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলীপুর শাখার অপারেশন ব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম, আলীপুর কেন্দ্রীয় জামে মস্জিদের খতিব ও ইমাম মাওঃ মুফতি মোঃ বেলালা হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন হাওলাদার, সোনার বাংলা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মোঃ মুজিবুর রহমান সহ ব্যংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।