
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
কুয়াকাটার আলীপুর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক শাখার উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আলীপুর শাখা কার্যালয় ৩শ ৩০জন অসহায় গরিবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলীপুর শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল আলম, উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আলীপুর শাখার অপারেশন ব্যবস্থাপক মোঃ সহিদুল ইসলাম, আলীপুর কেন্দ্রীয় জামে মস্জিদের খতিব ও ইমাম মাওঃ মুফতি মোঃ বেলালা হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন হাওলাদার, সোনার বাংলা ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী মোঃ মুজিবুর রহমান সহ ব্যংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।