কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা:) এর বিরুদ্ধে অবমাননামূলক তথা কুরুচিমূলক বক্তব্য এবং কটুক্তির প্রতিবাদে কুয়াকাটার মহিপুর মানববন্ধন করেছে জমইয়াতে হিযবুল্লাহ। সোমবার সকাল ১০টার দিকে জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ, ছাত্র হিযবুল্লাহ মহিপুর থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। পরে এ উপলক্ষে এক সমাবেশের আয়োজন করা হয় ।
সমাবেশে আলেম-ওলাম্,া ইমাম মোয়াজ্জেমসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করে। জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুব শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমইয়াতে হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম হাওলাদার, সিনিয়র সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদার, যুব হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মাওঃ মোঃ আঃ হান্নান, ছাত্র হিযবুল্লাহ মহিপুর থানা শাখার সভাপতি মাওঃ মোঃ সোহেল মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননামূলক বক্ত্যের নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা আরও বলেন, শুধু অপসারণ করলেই হবে না। নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের ফাঁসি দিতে হবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং ভারতীয় পণ্য বয়কটের আহবান জানান তারা। সমাবেশ শেষে মুসলিম বিশে^র সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।