
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা :
কুয়াকাটার আলীপুর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে লতাচাপলী ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ‘এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ‘ এর উদ্যোগে ঘূর্ণীঝড় মোখা মোকাবেলায় প্রস্তুতিমূলক এ সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার উদ্দিন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থা (সিকোডা)’র নির্বাহী পরিচালক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, মহিপুর থানার উপ-পরিদর্শক মো: সাইফুল ইসলাম, ‘এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ‘ এর কো-অডিনেটর আল্লামা ইকবাল প্রমুখ। এছাড়া সভায় ইউনিয়ন দুর্যোগ কমিটির সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সভায় দুর্যোগের প্রস্তুতি বিষয়ক করনীয় যেমন, দুর্যোগ মোকাবেলায় আবহাওয়া বার্তা শোনা, দুর্যোগ চলাকালীন শিশু, প্রতিবন্ধী, গর্ভবতি মা এদেরকে প্রথমে আশ্রায় শেল্টারে নেয়া, প্রয়োজনীয় কাগজ পত্র সেরে রাখা, শুকনা খাবারের ব্যবস্থা করা, আশ্রায় শেল্টারে আলোর ব্যবস্থা রাখা, প্রতিবন্ধী ও গর্ভবতি মায়েদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করা সহ এ সংক্রান্ত বিষয় ব্যাপক আলোকপাত করা হয়। সভা পরিচালনা করেন কারিতাস প্রয়াস প্রকল্প’র কলাপাড়ার মাঠ কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।