কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
কলাপাড়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে “কর্মসংস্থান মেলা”-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সকাল ১০টার দিকে কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চল’র উদ্যোগে ”কর্মসংস্থান মেলা-২০২২“প্রান্তিক পরিবার গুলোতে বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা প্রকল্পের মাধ্যমে’ কলাপাড়া উপজেলার মাঠ প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি দাতা সংস্থা ঈঅঋঙউ ইংল্যান্ডের আর্থিক সহযোগিতায় ২০১৯ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ডিসেম্বর ২০২১ শেষ হয়েছে। কারিতাস বাংলাদেশ প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধী, ভ‚মিহীন হতদরিদ্র, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং মহিলা পরিবার প্রধান বিষয়গুলোকে বিবেচনা করে কলাপাড়া উপজেলার ০৮টি ইউনিয়ন থেকে সর্ব মোট ৪৭৫জন বেকার যুবক-যুবতী প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়।
মোট ০৪টি ট্রেডে ৪৭৫ জনকে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয় (টেইলারিং এন্ড ড্রেস মেকিং, ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং-কম্পিউটার এবং মোবাইল সার্ভিসিং)
৪৭৫ জন হতদরিদ্র প্রশিক্ষণার্থীর মধ্যে আত্বকর্মসংস্থান হয়েছে ২০৫ জন এবং ৫৬ জন বিভিন্ন কোম্পানীতে চাকুরী পেয়েছে এবং ২১৪ জন এখনও বেকার রয়েছে। তাদের চাকুরীর জন্য কারিতাস বাংলাদেশ, বরিশাল অঞ্চল কর্মসংস্থান মেলার আয়োজন করেছে । চাকুরী দেয়ার জন্য বিভিন্ন চাকুরীদাতাদের আমন্ত্রন জানানো হয়েছে যেমন: প্রান কোম্পানী, আরএফএল কোম্পানী, পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র, কুয়াকাটা বিভিন্ন হোটেল মালিকগণ।
পরিশেষে কারিতাস বাংলাদেশ ও ভোকেশনাল ট্রেনিং কার্যক্রম সম্পর্কে গম্ভীরার (নানা-নাতি) মাধ্যমে উপস্থাপন করা হয়।