অনলাইন ডেস্ক:
করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন দেশের খ্যাতিমান অডিও প্রযোজনা সংস্থা সংগীতার সত্ত্বাধিকারী সেলিম খান। বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিন দিন আগে করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। পরে অবস্থার অবনতি হলে বুধবার থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তাকে জুরাইনে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।
নব্বইয়ের দশকের অডিও ক্যাসেটের বাজারের পরিচিতি নাম সংগীতা। ক্যাসেটের যুগ শেষের সঙ্গে সঙ্গে অনেক প্রযোজনা প্রতিষ্ঠান বন্ধ হলেও এখনও সংগীতের সঙ্গেই আছে সংগীতা।