মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী
ইচ্ছা জাগে যুদ্ধ করি বীর সেনানীর মতো,
ধরে ধরে ধ্বংস করি সন্ত্রাস আছে যতো।
যখন কানে ভেসে আসে দুঃখ সুরের রব,
ইচ্ছা জাগে দুঃখ গুলি মুছে ফেলি সব।
স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলবো মোরা
সবাই সবার আপন,
তবু কেন স্বাধীন দেশে হচ্ছে নির্যাতন।
স্বাধীন দেশে স্বাধীনতা আমরা কেউ না পাই,
আবার যদি যুদ্ধ লাগে তবু যুদ্ধ করে
স্বাধীনতা ফিরে পেতে চাই।
যুদ্ধ কেন করতে চাই সন্ত্রাস দেশে ভরা,
সন্ত্রাসী কেন হয়না নিপাত আইনতো দেশের কড়া।
সন্ত্রাসী আর চাঁদাবাজী করছে আইনের লোকে,
দুঃখ কষ্ট বলবো কাকে বাঁচিনা-যে শোকে।
দুঃখ কষ্ট শোক তাপে হৃদয় করছে আসন,
দুর্বলতো তারাই যারা রাজ্য করছে শাসন।